যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন, যার মধ্যে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে সাবেক ডেমোক্র্যাট ও ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার্ডের। ট্রাম্প তুলসি গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেছেন বলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, "তুলসি গ্যাবার্ড এক সময়ের ডেমোক্র্যাটিক পার্টির প্রতিযোগী এবং তার অভিজ্ঞতা আমাদের গোয়েন্দা সম্প্রদায়কে সাহস যোগাবে।" গ্যাবার্ডও ট্রাম্পের এই মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, "আমেরিকান জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। আমি কাজ শুরু করতে উদগ্রীব।"
হাওয়াই অঙ্গরাজ্যের এই সাবেক কংগ্রেস সদস্য সম্প্রতি ডেমোক্র্যাটিক দল ছেড়ে ট্রাম্পকে সমর্থন দেন। তিনি এর আগে ডেমোক্র্যাটিক দলের সদস্য থাকলেও বর্তমান সরকারের নীতিমালা নিয়ে একাধিকবার প্রকাশ্যে মতবিরোধ প্রকাশ করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের সময় তিনি ডেমোক্র্যাটিক দলের প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং সিরিয়া ও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি তোলেন, যা তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
তুলসি গ্যাবার্ড আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে স্পষ্টবাদী ছিলেন। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তার মতামত তাকে আরও বিতর্কিত করে তোলে। হিলারি ক্লিনটন একবার গ্যাবার্ডকে রাশিয়ার তৃতীয় পক্ষের প্রতিনিধি হিসেবে অভিযুক্ত করলে গ্যাবার্ড সেই মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।
তুলসির অতীত বিভিন্ন মন্তব্য ও অবস্থান সত্ত্বেও ট্রাম্প তার অভিজ্ঞতাকে মূল্যায়ন করে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেছেন। এই মনোনয়ন বাস্তবায়িত হতে গেলে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।